নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আলেম প্রতিনিধি হিসেবে ধর্মমন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেনকে প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অর্থসম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী।
আজ (৯ আগস্ট) শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ফ্যাসিবাদ উৎখাতের লড়াইয়ে দেশের আলেম সমাজের ধারাবাহিক দীর্ঘ রক্তাদান ও আত্মত্যাগ রয়েছে। তাই নতুন অন্তর্বর্তী সরকারে উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব রাখার দাবি ওঠেছিল দেশের আলেম সমাজ, তরুণ মাদ্রাসা ছাত্র ও তাওহিদী জনতার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ নতুন অন্তর্বর্তী সরকার গঠনে সংশ্লিষ্টগণ এই প্রত্যাশার প্রতি শ্রদ্ধাপ্রদর্শন করে দেশের আলেম সমাজে গ্রহণযোগ্য ড. আ ফ ম খালেদ হোসেনকে উপদেষ্টা পরিষদে রাখায় আমরা আশ্বস্ত হয়েছি।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
তিনি বলেন, নতুন সরকারে আমাদের সকলের প্রিয় আলেম ড. আ ফ ম খালেদ হোসেন ধর্মমন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় দেশের আলেম সমাজ ও মাদ্রাসা ছাত্ররা খুবই খুশী হয়েছেন। আমরা মনে করি, তিনি অত্যন্ত যোগ্য ও দক্ষ একজন আলেম। তাঁর মাঝে সহনশীলতা, প্রজ্ঞা, দূরদর্শীতার গুণ রয়েছে। আমরা আশা করছি, বৈষম্যমুক্ত ও সহনশীল সমাজ গঠনে তিনি নিজের দক্ষতা ও অভিজ্ঞতার সাক্ষর রাখতে পারবেন। এতে করে আমরা একটা সহনশীল, আদর্শবান ও শান্তিপূর্ণ দেশ গড়ার কাজ এগিয়ে নিতে পারব।
শুভেচ্ছা বার্তায় মুফতি জাকির হোসাইন কাসেমী ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেনের নিরাপদ, সুস্থ, সাফল্যমণ্ডিত ও বরকতময় জীবনের জন্য দোয়া করেন। – বিজ্ঞপ্তি।
উম্মাহ২৪ডটকম: এমএ