দেশের বিভিন্ন স্থানে কোটাসংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং কমিশন গঠন করে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪টায় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শাহবাগ মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
সরকারি চাকরির সব গ্রেডে ন্যূনতম কোটা (৫ শতাংশ) রেখে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
‘বাংলা ব্লকেড’-এর অংশ হিসেবে রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কসহ সারা দেশের মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
উম্মাহ২৪ডটকম: এমএ