Home আন্তর্জাতিক ৭ অক্টোবর যে বিশেষ নির্দেশনা ছিল ইসরাইলি বাহিনীর প্রতি

৭ অক্টোবর যে বিশেষ নির্দেশনা ছিল ইসরাইলি বাহিনীর প্রতি

হামাসের ক্ষেপণাস্ত্র।

গত ৭ অক্টোবর হামাসকে ঠেকাতে হ্যানিবল নির্দেশিকা অবলম্বন করেছিল ইসরাইলি বাহিনী। রোববার ইসরাইলি সেনা ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাক্ষ্যের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম হারেৎ।

হ্যানিবল নির্দেশিকা ইসরাইলের একটি বিতর্কিত সামরিক নীতি। এর মূল কথা হলো, যেকোনো মূল্য শত্রুর আক্রমণ রোধ করা। সেজন্য সীমিত ও অপ্রমাণিত তথ্যও গ্রহণীয় হয়।

আরও পড়তে পারেন-

ইসরাইলি সৈন্য এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাক্ষ্যের ভিত্তিতে সংবাদপত্রটি বলেছে, গত অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলার সময়, ইসরাইলি সেনাবাহিনী সীমিত এবং অপ্রমাণিত তথ্য দিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। এ সময় একটি আদেশ জারি করা হয়, একটি গাড়িও যেন গাজায় ফিরে যেতে না পারে।

সূত্র : আল জাজিরা

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।