Home আন্তর্জাতিক গাজা যুদ্ধ : হিজবুল্লাহ প্রধানের সাথে সাক্ষাৎ হামাস প্রতিনিধি দলের

গাজা যুদ্ধ : হিজবুল্লাহ প্রধানের সাথে সাক্ষাৎ হামাস প্রতিনিধি দলের

লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সাথে দেখা করেছে হামাসের একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে রয়েছে দলটির রাজনৈতিক ব্যুরোর সিনিয়র নেতা খলিল আল হাইয়া।

শুক্রবার (৫ জুলাই) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে লেবাননের টেলিভিশন স্টেশন আল-মানারের সূত্রে বলা হয়েছে, হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। তারা গাজা যুদ্ধ নিয়ে হিজবুল্লাহ প্রধানের সাথে আলোচনা করেন।

আরও পড়তে পারেন-

সূত্রটি আরো জানায়, ইসরাইলের বিরুদ্ধে মিত্ররা গাজার সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করে। একইসাথে লেবানন, ইয়েমেন এবং ইরাকের উন্মুক্ত মোর্চাকে স্পর্শ করে।

প্রতিনিধি দলটি হিজবুল্লাহ প্রধানের সাথে দোহায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে আলোচনা করেছে। হিজবুল্লাহ ও হামাসের মধ্যে ক্রমাগত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়।

সূত্র : আল জাজিরা

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।