গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৩৮ হাজার ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৮৭ হাজার ৪৪৫ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ৫৮ জন নিহত হয়েছে। এছাড়া ১৭৯ জন আহত হয়েছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
এদিকে, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিমতীর থেকে ৯ হাজার ৫২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র : আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ