Home আন্তর্জাতিক অবিলম্বে নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ সৌদি আরবের

অবিলম্বে নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ সৌদি আরবের

সৌদি আরব তার নাগরিকদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে। ইসরাইল এবং লেবানন-ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এ নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার এ বিষয়ে এক বিবৃতি জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বৈরুতে সৌদি দূতাবাস জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননের অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সৌদি আরব তার নাগরিকদের দেশে ভ্রমণ এড়াতে এবং ইতোমধ্যে অবস্থানরতদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

আরও পড়তে পারেন-

গত সপ্তাহে, জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা এবং কুয়েত একই রকম সতর্কতা জারি করে।
সূত্র : টাইমস অব ইসরাইল

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।