Home অন্যান্য খবর গাজা অভিযানে ‘কৌশলগত বিরতির’ ঘোষণা ইসরাইলের

গাজা অভিযানে ‘কৌশলগত বিরতির’ ঘোষণা ইসরাইলের

দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়াতে অভিযানে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে।

দক্ষিণ গাজার কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ আল-দিন রোড এবং খান ইউনুস সিটির ইউরোপীয় হাসপাতাল পর্যন্ত রাফাহ এলাকায় এই যুদ্ধবিরতি ঘোষণা করা হলো।

জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

আট মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজা উপত্যকায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার ফলে অঞ্চলটিতে ‘বিপর্যয়কর’ ক্ষুধা দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আরও পড়তে পারেন-

গাজায় হামাস পরিচালিত মিডিয়া অফিস জানায়, গাজার প্রায় ৯৮ শতাংশ শিশু পরিষ্কার পানীয় জলের অভাবে রয়েছে। প্রতিদিন তিন লিটারেরও কম পানির ওপর নির্ভর করতে হচ্ছে।

প্রায় ৮২ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে যাদের মধ্যে ৩৫ শতাংশের অবস্থা ‘গুরুতর’। অপুষ্টি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার শিশু।

সূত্র : ইউএনবি

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।