চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ভাইয়ের দাফন শেষে বাড়ি ফেরা হলো না বোনের। পথে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিজেই লাশ হলেন মধুবালা খাতুন (৩৮) নামের এক নারী।
মঙ্গলবার (১৪ মে) উপজেলার সনাতনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধুমালা খাতুন আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের বাবুল আক্তারের স্ত্রী।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
নিহতের স্বজনও স্থানীয়রা জানায়, সকালে মধুবালা তার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামে যান। লাশ দাফন শেষে সকাল সাড়ে ৯টার দিকে স্বামীর সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সনাতনপুর মোড় পার হলে মোটরসাইকেলের পেছন থেকে মধুবালা নিচে পড়ে যান। এ সময় বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হন।
পরে তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গণি বলেন, মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকে একজন নারী দুর্ঘটনার শিকার হয়েছেন। এ বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উম্মাহ২৪ডটকম:আইএএ