Home অন্যান্য খবর মাওলানা সৈয়দ আবদুন নূর ছিলেন একজন স্পষ্টভাষী হকপন্থী আলেম

মাওলানা সৈয়দ আবদুন নূর ছিলেন একজন স্পষ্টভাষী হকপন্থী আলেম

গত ১২মে রবিবার বিকেলে লন্ডন ইলফোর্ডস্থ মাদরাসাতুন নূর মিলনায়তনে সিলেট জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নিবাসী প্রবীণ আলেম, সৈয়দপূর আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, সফল অভিভাবক মাওলানা সৈয়দ আবদুন নূর রাহঃ স্মরণে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রচুর সংখ্যক নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, বরেণ্য কমিউনিটি নেতৃবৃন্দ ও সর্বস্তরের সুধীজন স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসাতুন নূর লন্ডনের পরিচালক, মরহুম মাওলানা সৈয়দ আবদুন নূর রাহঃ এর দ্বিতীয় সন্তান, মাওলানা সৈয়দ তামীম আহমদ। মরহুমের সুযোগ্য সন্তান মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউকে জমিয়তের মুহতারাম সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, খেলাফত মজলিস ইউকের সভাপতি মাওলানা সাদিকুর রহমান, মাজাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, সৈয়দপুরের বিশিষ্ট মুরব্বি শিক্ষাবিদ ও কলামিস্ট ফরিদ আহমদ রেজা, মদীনাতুল খাইরির চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ,বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাঈদ চৌধুরী, কাউন্সিলার সৈয়দ শায়খুল ইসলাম,জামেয়া মাদানিয়া বিশ্বনাথের সহকারী পরিচালক হাফিজ হুসাইন আহমদ, আল্লামা তাফাজ্জুল হক হবীগন্জী (রাহঃ)র জামাতা বিশিষ্ট আলেম মাওলানা মুজাহীদ উদ্দিন,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান,তাসনিম জামে মসজিদের ইমাম মাওলানা আশফাকুর রহমান, মাদরাসাতুন নূর লন্ডনের ডাইরেক্টর জুবায়ের আহমদ চৌধুরী, মাদ্রাসাতুন নুর লন্ডনের উস্তাদ হাফীজ মিফতাহুর রহমান প্রমুখ।

আরও পড়তে পারেন-

সভায় বক্তারা বলেন মাওলানা সৈয়দ আবদুন নূর রাহঃ প্রচার বিমুখ এক বুযুর্গ ও সরলতার প্রতীক এক মহান আলেম ছিলেন। নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং বলিষ্ঠ আওয়াজে সর্বত্র হক কথা বলার ক্ষেত্রে মরহুম মাওলানা সৈয়দ আবদুন নূর ছিলেন অবিচল আদর্শের এক মূর্ত প্রতীক। ঈমানী আত্মমর্যাদার প্রশ্নে তাঁর সাহসী উচ্চারণের সুর সব সময়, সর্বত্র গুঞ্জরিত হত । বক্তাগন বলেন নামাজের পাবন্দী এবং প্রতিটি সুন্নাতের নিয়মিত অনুশীলন ছিল মরহুম মাওলানার বিশেষত্ব। পরিবারের সদস্যদের দ্বিনী তারবিয়াহ ছিল তাঁর সার্বক্ষণিক ভাবনা। তিনি সন্তানাদী ও ভবিষ্যৎ প্রজন্মকে দ্বিনী শিক্ষায় আলোকিত করে তোলার ক্ষেত্রে অনুসরণীয় রোলমডেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। অসংখ্য আলেম- হাফেজ এবং আলেমা হাফেজাদের সফল অভিভাবক হয়ে প্রমাণ করে গিয়েছেন যে কিভাবে আদর্শ ইসলামী পরিবার গঠনে সঠিক ভূমিকা পালন করতে হয়।

বক্তাগন বলেন অনুসরণীয় পূর্বসূরী আকাবির বিশেষতঃ শায়খুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির প্রতি অগাধ ভালোবাসায় সিক্ত ছিল মরহুম মাওলানা সৈয়দ আবদুন নূর রাহঃ এর মহান জীবন। সব শেষে তিনি “খাতিমা বিল খাইর” তথা শুভ মৃত্যুর মাধ্যমে পরকালের যাত্রা শুরু করে একটি আদর্শ ইসলামী জীবনের উত্তম নমুনা দুনিয়ার সামনে রেখে গিয়েছেন। পবিত্র রমজান মাসে ফজরের সময় তাঁর মৃত্যু বরণ, মৃত্যুর পূর্বে তাঁর শাহাদাহ ও কালেমা পাঠ, যিকিরের ধারাবাহিকতা এবং দোয়া মোনাজাত সব গুলো বিষয়ই তাঁর জন্য শুভ মৃত্যুর লক্ষণ হিসেবে পরিগণিত সন্দেহ নেই ।

সভায় মাওলানা সৈয়দ তামীম আহমদ মরহুমের জীবনী নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। শুরুতে মরহুমের দৌহিত্র সৈয়দ কাসিম ও সৈয়দ আব্দুল্লাহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসাতুন নুর লন্ডনের ট্রাষ্টী আবু তাহের চৌধুরী, মাদ্রাসাতুন নুর লন্ডনের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ নেসাওয়ার মিয়া,আলহাজ্ব সিকন্দর আলী,আলহাজ্ব সৈয়দ মুজিবুর রহমান,মাওলানা আব্দুল জলীল, আলহাজ্ব লায়েক মিয়া, আলহাজ্ব জামাল মিয়া,মাওলানা কামাল উদ্দিন,হাফীজ মাওলানা ফাহীম উদ্দিন,হাফীজ কবীর আহমদ, জমিয়ত নেতা মাওলানা হেলাল ছাতকী, ইউকে জমিয়ত নেতা হাফীজ জিয়াউদ্দিন, মাওলানা শামসুল ইসলাম, সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি সৈয়দ সোয়াইব আহমেদ, শাহেদ খান সহ আরো অনেক। পরিশেষে মুফতি আবদুল মুনতাকিম এর হৃদয় নিংড়ানো মোনাজাতের মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিলের শুভ সমাপ্তি হয়।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।