ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া সুন্নত। এর মাধ্যমে মানুষ নিজেকে আল্লাহর কাছে সপে দেয় এবং শয়তান তাকে পথহারা করতে পারে না। এই প্রসঙ্গে হাদিসে রাসুল (সা.) একটি দোয়া বর্ণনা করেছেন। দোয়াটি হলো-
بِسم الله تَوَكَّلتُ على اللهِ، وَلاَ حول ولا قُوَّة إِلَّا بالله
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ : আল্লাহর ওপর ভরসা করে তাঁর নামে আমি শুরু করছি। তাঁর সাহায্য ছাড়া ভালো কাজ করা ও অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়।
হাদিস: আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ যখন নিজ ঘর থেকে বের হওয়ার সময় বলে তখন তাকে বলা হয়, তোমাকে সঠিক পথ পেয়েছ, তোমার জন্য যথেষ্ট হয়েছে এবং তুমি সুরক্ষা পেয়েছ। আর শয়তান তার কাছ থেকে সরে পড়ে।
আর অন্য শয়তান বলতে থাকে, তুমি ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করবে যে সঠিক পথের সন্ধান পেয়েছে, তার জন্য যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং সব শয়তান থেকে সুরক্ষিত রয়েছে।’ (আবু দাউদ, হাদিস : ৫০৯৫)
উম্মাহ২৪ডটকম: এমএ