জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা যুদ্ধে জড়িত সকল পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে এবং সাত মাস যুদ্ধের পর আরো মৃত্যু ও ধ্বংস ঠেকাতে সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি উভয় পক্ষকে বলছি, রাজনৈতিক সাহস দেখানো এবং রক্তপাত বন্ধ করুন। বন্দীদের মুক্ত করা ও এখনো বিস্ফোরণের ঝুঁকিতে থাকা অঞ্চলটিকে স্থিতিশীল করতে সহায়তা করুন। সেজন্য পরস্পর একটি চুক্তিতে সম্মত হন। এ বিষয়ে আমি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার পর জাতিসঙ্ঘ এমন মন্তব্য করেন। তবে হামাসের যুদ্ধবিরতিতে সম্মতির খবরে ইসরাইল বলেছে, তারা ওই প্রস্তাবে সম্মত হয়নি। এর পরিবর্তে পূর্ব রাফায় স্থল আক্রমণ শুরু করেছে।
গুতেরেস বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটি হাতছাড়া করা ঠিক হবে না।’ এ সময় তিনি রাফায় ইসরাইলের সামরিক অভিযানে বিরক্ত ও ব্যথিত বলেও মন্তব্য করেন।
সূত্র : আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ