ঝিনাইদহের মহেশপুরে ব্যবসায়ীক লেনদেন কেন্দ্র করে দুই জনকে গুলি করা হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হন শামীম হোসেন (৩২)। এ ঘটনায় আহত মন্টু মিয়া জীবণনগর হাসপাতালে মৃত্যুবরণ করেন ।
বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশপুর পুলিশ ।
নিহত শামীম হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মণ্ডলের ছেলে বলে জানা গেছে ।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
এলাকাবসীসূত্রে জানা যায়, শামীম-মন্টু মূলত চাচা ভাতিজা । তারা ধনিয়ার পাতার ব্যবসা করে । সেই ব্যবসার লেনদেন ছিল একই এলাকার তরিকুল ইসলাম আকালে ও ইব্রা’র সাথে । সেখানে ব্যবসাীয়কভাবে বেশকিছু টাকা শামীম-মন্টু পেত আকালে-ইব্রা’র কাছে । সেই লেনদেনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ওদের মধ্যে কথাকাটাকাটি হয় ।
গতকাল বিকালে শামীম-মন্টু একই গ্রামের আকালের বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় আকালের বাড়ীর ছাদ থেকে ইব্রা ও আকালে তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়ে । এসময় ঘটনাস্থলেই শামীম নিহত হয় । পরে গুলিবিদ্ধ মন্টুকে এলাকাবাসী ও স্বজনরা পার্শ্ববর্তী জীবণনগর হাসপাতালে নিয়ে গেলে সেখাতে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে ।
উম্মাহ২৪ডটকম: আইএএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।