Home ধর্মীয় প্রশ্ন-উত্তর নামাযে ইমামের অযু ভেঙে গেলে খলীফা নিয়োগ দেওয়ার পদ্ধতি

নামাযে ইমামের অযু ভেঙে গেলে খলীফা নিয়োগ দেওয়ার পদ্ধতি

প্রশ্ন: ইমাম সাহেবের যদি সেজদায় অযু ভেঙে যায় তাহলে কীভাবে প্রতিনিধি নিযুক্ত করবে এবং সে প্রতিনিধি কোত্থেকে নামায আরম্ভ করবে? সেজদা থেকে না সেজদার পরের রোকন থেকে?

-মুহাম্মদ নোমান, ভোলা ।

ফতোয়া: সেজদায় ইমাম সাহেবের অযু ভেঙ্গে গেলে বিলম্ব না করে সাথে সাথে পিছনের মুকতাদীকে সামনে এনে নিজে অযু করতে চলে যাবে। নিযুক্ত প্রতিনিধি সেজদা থেকেই নামায আরম্ভ করবে এবং যথানিয়মে নামায শেষ করবে।

স্মর্তব্য, নামাযে এমন পরিস্থিতি হওয়া স্বাভাবিক। তাই ইমামের পিছনে ইমামতির যোগ্য ব্যক্তিদের দাঁড়ানো উচিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “… বুদ্ধিমান, বিচক্ষণ ও জ্ঞানী লোকেরা যেন আমার নিকটবর্তী হয়ে দাঁড়ায়।” (সহীহ মুসলিম, হাদীস-৪৩২)।

উল্লেখ্য, নামাযে অযু নষ্ট হয়ে গেলে প্রতিনিধি নিযুক্ত না করে নতুন করে নামায পড়াই উত্তম।

روى الإمام مسلم ¬ في ©صحيحه® (432) عن أبي مسعود، قال: كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة، ويقول: ©استووا، ولا تختلفوا، فتختلف قلوبكم، ليلني منكم أولو الأحلام والنهى ثم الذين يلونهم، ثم الذين يلونهم®.

وقال الإمام السرخسي ¬ في ©المبسوط® (1/ 169): مصل سبقه الحدث في الصلاة من بول أو غائط أو ريح أو رعاف بغير قصده انصرف فتوضأ وبنى على صلاته ما لم يتكلم استحسانا، وإن تكلم واستقبل فهو أفضل .

وقال الإمام النسفي ¬ في ©كنز الدقائق® (ص:31): ولو أحدث في ركوعه وسجوده توضأ وبنى وأعادهما.

উত্তর দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন
মুফতি, মুহাদ্দিস, মুফাসসীর ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-