।। রজুলুন রশিদ ।।
মা-বাবা সর্বদা সন্তানের কল্যাণ কামনা করেন। সন্তান কখনো তাঁদের চোখের আড়াল হলে তাঁরা চিন্তিত হয়ে পড়েন। এ জন্য সন্তানের কর্তব্য হচ্ছে কোথাও গেলে তাঁদের জানিয়ে এবং তাঁদের কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া। এ মর্মে একটি হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনু আমর (রা.) বলেন, এক ব্যক্তি নবী করিম (সা.)-এর কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করল।
তখন তিনি বলেন, তোমার মা-বাবা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। মহানবী (সা.) বলেন, তাহলে (তাঁদের খিদমতের মাধ্যমে) তাঁদের মধ্যে জিহাদের চেষ্টা করো। (বুখারি : ৩০০৪)
অন্য বর্ণনায় এসেছে, আবদুল্লাহ বিন আমর (রা.) বলেন, একদিন জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হয়ে বলল, আমি আপনার কাছে হিজরত ও জিহাদে অংশগ্রহণের বায়াত করতে চাই। এর মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদান কামনা করি।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তখন তিনি তাকে জিজ্ঞেস করেন, তোমার মা-বাবার কেউ কি জীবিত আছেন? জবাবে সে বলল, হ্যাঁ, বরং উভয়েই। তখন তিনি বলেন, তুমি কি আল্লাহর কাছে প্রতিদান কামনা করো? সে বলল, হ্যাঁ। তিনি তখন বলেন, তুমি তোমার মা-বাবার কাছে ফিরে যাও এবং সর্বদা তাঁদের সঙ্গে সদাচরণ করো। (মুসলিম, হাদিস : ২৫৪৯)
আলোচ্য হাদিস থেকে জানা যায়, মা-বাবার অনুমতি ছাড়া দূরে কোথাও সফর কথা অনুচিত। কোথাও যেতে হলে মা-বাবাকে জানিয়ে যাওয়া মা-বাবার প্রতি আদব ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত।
উম্মাহ২৪ডটকম: এমএ