আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে।
দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে, যথাসময়ে হবে।’
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমিনবাজারে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। অক্টোবরে খেলা শুরু। আগামী মাসে সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে। ফাউল করলে হলুদ কার্ড, ফাউল করলে লাল কার্ড।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবেন না।
৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। সে আলটিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। গত ডিসেম্বরের আন্দোলন গোলাপবাগের গরুর হাটের খাদে পড়ে গেছে। আর আন্দোলন আছে? কোথায় যাবেন? এখন এই জায়গায়, ওই জায়গায়, নগরে, উপজেলায়, এরা দিশাহারা পথিকের মতো আন্দোলনের নামে ঘুরে বেড়ায়। এতে কোনো কাজ হবে না। নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আর কিছুই চায় না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে সাহসী ক্যাপ্টেন শেখ হাসিনার নেতৃত্বে। সাহস যার আছে, যার বুকে বল আছে। বিএনপিওয়ালাদের বুকের বল ফুরিয়ে গেছে। ওদের দিয়ে আর আন্দোলন হবে না, নির্বাচনও হবে না। এখন ভোট নষ্ট করতে নেমেছে। ভোট বাংলাদেশে হবে। যত ষড়যন্ত্রই করুক, নির্বাচন হবেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা ভিসানীতির পরোয়া করি না। আমরা ঠিক আছি। আমরা অশান্তিপূর্ণ নির্বাচন চাই না। তাহলে কেন ভিসানীতি? কেন তাহলে নিষেধাজ্ঞা? কেউ নিষেধাজ্ঞা দেবে না। নিষেধাজ্ঞার হুমকিধমকি শেষ। মির্জা ফখরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে।’
আরও পড়তে পারেন-
- কাবলাল জুমা: কিছু নিবেদন
- দারিদ্র বিমোচনে এনজিওদের থেকে কওমি মাদ্রাসার সফলতা বেশি!
- হজ্ব-ওমরায় গেলে আমরা সেখান থেকে কী নিয়ে ফিরব?
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
- সংঘাতবিক্ষুব্ধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সাহস থাকলে বাংলাদেশের মাটিতে আসো। মায়ের চিকিৎসার দাবিতে আন্দোলনের ডাক এ দেশের মাটিতে এসে দাও। সাহস না থাকলে আন্দোলনের কথা কেন বলো? কাপুরুষের আন্দোলন কখনো সফল হয় না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘চার-পাঁচ বছর মামলার হাজিরা দেন না। এত দিনে মামলার ফয়সালা হয়ে যেত। হয়তো তিনি মুক্তিও পেতেন। কিন্তু এ মামলা ফয়সালা হয়নি বিএনপির জন্য। বিএনপি মামলা ঝুলিয়ে রেখেছে। আদালতে মামলা ঝুলিয়ে রেখেছে, কারণ আদালতে খালেদা জিয়াকে দেখিয়ে যদি কিছু করা যায়।’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবরে নাকি আন্দোলন। কোন অক্টোবরে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিছুই হবে না। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ। সমাবেশে ঢাকার মিরপুর, সাভার, কেরানীগঞ্জসহ আশপাশের এলাকার নেতাকর্মীরা যোগ দেন।
উম্মাহ২৪ডটকম: এমএ