কোনো নিষেধাজ্ঞা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও বিধিনিষেধের বিষয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলবে। একাত্তরে আমাদের হারাতে পারেনি, আজও কোনো নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না।’
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ এসব কথা বলেন কাদের।
তিনি বলেন, ‘আমেরিকার নিষেধাজ্ঞা কেউ শোনে না। ভেনিজুয়েলা, গ্যাবন, সুদান কেউ শোনেনি। জাতিসংঘের নিষেধাজ্ঞাও প্রথম সারির মোড়ল অনেক দেশ মানে না।’
তিনি আরও বলেন, ‘আমেরিকা নিষেধাজ্ঞা দেয়, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় বিএনপি। কি আশ্চর্য। মনে হয়, আমেরিকা বিএনপিকে ভয় দেখানোর এজেন্ট দিয়েছে।’
আরও পড়তে পারেন-
- কাবলাল জুমা: কিছু নিবেদন
- দারিদ্র বিমোচনে এনজিওদের থেকে কওমি মাদ্রাসার সফলতা বেশি!
- হজ্ব-ওমরায় গেলে আমরা সেখান থেকে কী নিয়ে ফিরব?
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
- সংঘাতবিক্ষুব্ধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শ
ক্ষমতাসীন দলের এই শীর্ষ নেতা বলেন, ‘আওয়ামী লীগের কোন কর্মীর গায়ে আঘাত করলে এবার পাল্টা আঘাত করা হবে। কোন অবস্থাতেই কোন ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করবে না। বিএনপি কিভাবে ঢাকা দখল করে তা দেখার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ। লাল সবুজের পতাকা নিয়ে আওয়ামী লীগ সারা দেশ দখল করবে।’
কাদের বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করেছে বিএনপি। ৪৮ মিনিটও তার মুক্তির জন্য কোনো আন্দোলন হয়নি।’
ঢাকা জেলা আ’লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ