ভালো কাজে সবসময় নিজেকে সক্রিয় রাখেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবারো দেখা গেল তাই; মক্কার পবিত্র মসজিদুল হারাম পরিষ্কার করে প্রশংসিত হলেন তিনি।
শুক্রবার জিও নিউজের উর্দু ভার্সনে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে জুড়ে দেয়া হয় একটি ভাইরাল ভিডিও। তাতেই দেখা গেলো- সেখানকার পরিচ্ছন্নকর্মীদের সাথে খুব আন্তরিকভাবে মসজিদের মেঝে সাফ করছেন রিজওয়ান। এ সময় পরিচ্ছন্নকর্মীরাও তাকে সহযোগিতা করেন।
আরও পড়তে পারেন-
- মাহে যিলহজ্জ এবং কুরবানীর ফাযায়েল ও মাসায়েল
- পবিত্র কুরবানীঃ ত্যাগের মহিমায় উজ্জীবিত করে
- কার উপর ‘কুরবানী’ আদায় করা ওয়াজিব?
- ‘কুরবানী’ মুমিন জীবনে যে শিক্ষা দিয়ে থাকে
- কুরবানীর ইতিহাস ও তাত্ত্বিক বিশ্লেষণ
সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যটি ছড়িয়ে পড়ার পরই ভক্তদের বেশ প্রশংসা কুড়ান রিজওয়ান। এর আগে একবার যুক্তরাষ্ট্রের সড়কে আজান দিয়ে ও নামাজ পড়েও প্রশংসিত হয়েছিলেন তিনি।
উল্লেখ্য যে- এ বছর পাকিস্তানের বেশ ক’জন তারকা ক্রিকেটার হজ পালনের উদ্দেশে বর্তমানে মক্কায় অবস্থান করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বাবর আজম, ইফতেখার আহমেদ, আহমেদ শেহজাদ, ফাহিম আশরাফ, ফখর জামান এবং সাবেক অধিনায়ক ইনজামামুল হক।
উম্মাহ২৪ডটকম: আইএএ