।। আল্লামা মুফতি জসিমুদ্দীন ।।
হজ্জ ‘ফরয’ হলে আদায় করতে দেরি না করা
ইসলামে হজ্জের গুরুত্ব অপরিসীম। তাই হজ্জ ফরয হলে আদায় করতে দেরি না করা চাই। কেননা, কেউ জানে না তার মৃত্যু কখন আসবে। যেমনটি হাদীস শরীফে বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন-
অর্থাৎ- “তোমরা খুব দ্রুত ফরয হজ্জ আদায় করে নাও । কেননা কেউ জানে না যে, আগামীকাল তার কি অবস্থা হবে”। (আহমাদ)
হজ্ব আদায় না করার পরিণাম
অর্থাৎ- হযরত আলী (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যাবতীয় খরচ নির্বাহে সক্ষম অথচ হজ্জ আদায় করেনি, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান, তাতে কিছু আসে যায় না। আর তা এ কারণে যে, আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘মানুষের ওপর বাইতুল্লাহর হজ্জ আদায় করা ফরয; যে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছার সমর্থ রাখে’। (সুনানে তিরমিযী- ২/১৬৮, হাদীস- ৮১২, দারুল গরব)।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
অর্থাৎ- হযরত আবু উমামা (রাযি.) থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজন অথবা অত্যাচারী শাসক কর্তৃক বাধাগ্রস্ত হয়নি অথবা এমন কোনো কঠিন পীড়ায় আক্রান্ত হয়নি যে, হজ্ব পালন করতে অক্ষম। তারপরও সে হজ্ব আদায় না করেই মারা যায়, তাহলে সে যেমন খুশি মরতে পারে, ইহুদি অবস্থায় মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে। (সুনানে দারিমী- ২/১১২২, হাদীস- ১৮২৬, দারুল মুগনী)।
লেখক: প্রখ্যাত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এবং সহকারী পরিচালক, জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
উম্মাহ২৪ডটকম: এসএ