পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি ১৯০ মিলিয়ন পাউন্ডের তদন্তে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি)-এর সামনে হাজির হতে ব্যর্থ হয়েছেন। প্রাক্তন ফার্স্ট লেডিকে সম্পূর্ণ কেস রেকর্ড সহ এনএবি-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলায় সমন জারি করা সত্ত্বেও স্বামী-স্ত্রী জুটি ব্যুরোর রাওয়ালপিন্ডি অফিসে হাজির হননি। তাদের আজ সকাল ১০টায় এনএবি কার্যালয়ে আসতে বলা হয়েছে।
এর আগে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট মামলায় ২৩ মে পর্যন্ত সুরক্ষামূলক জামিন দেওয়া হয়েছিল।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
বুশরা বিবিকে কেস রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিসহ এনএবি’র রাওয়ালপিন্ডি অফিসে তলব করা হয়েছিল। তাকে ব্যুরোর সম্মিলিত তদন্ত দলের সামনে হাজির হতে বলা হয়েছে।
এর আগে, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে নোটিশ দেওয়ার জন্য এনএবির তিন সদস্যের একটি দল ইমরান খানের জামান পার্কের বাসায় পৌঁছেছিল।
বিচারপতি শেহবাজ রিজভীর নেতৃত্বে এনএবি-এর একটি ডিভিশন বেঞ্চ আবেদনের শুনানি করেন। এর আগে বুশরা বিবির অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন আদালত।
এনএবি তার রাওয়ালপিন্ডি অফিসে আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই প্রধান এবং তার স্ত্রীকে তলব করেছিল।
উম্মাহ২৪ডটকম: এসএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com