ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে আন নাজাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হামাসের জয় হয়েছে।
এ নির্বাচনে হামাসের ছাত্র সংগঠন ইসলামিক ব্লক ৪০টি আসন পেয়েছে। অপরদিকে ফাতাহ সমর্থিত ছাত্র সংগঠন যুব আন্দোলন পেয়েছে ৩৮টি আসন। এর বাইরে অন্যান্য দল আরো তিনটি আসন পেয়েছে।
সোমবার (১৬ মে) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস সমর্থিত ইসলামী ব্লকের এ বিজয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এমন এক পরিস্থিতিতে বিজয় লাভ করেছে, যখন তাদেরকে পরাস্ত করতে তৎপর ছিল ইসরাইল, ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দেখা গেছে, দখলদার বাহিনী প্রায়ই ইসলামী ব্লকের সদস্যদের হত্যা করে। ফিলিস্তিনি নিরাপত্তা পরিষদ তাদের ও তাদের পরিবারকে হুমকি দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্লকের বেশ কয়েকটি অনুষ্ঠান ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে।
সূত্র : মডেল ইস্ট মনিটর
উম্মাহ২৪ডটকম: আইএএ