যুক্তরাষ্ট্রে একটি চার্চের বাইরে এক বন্দুকধারী কিশোরের (১৮) গুলিতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ আরো অনেকে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই বন্দুকধারীও।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ফারমিংটন শহরের স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা এই খবর জানিয়েছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
ফারমিংটন ডেপুটি পুলিশ চিফ বেরিক ক্রাম এক ব্রিফিংয়ে বলেন, বন্দুকধারী কিশোর ছাড়াও মোট নয়জন এই হামলার শিকার হয়েছে। তবে নিহত তিনজনসহ নয়জন কিনা, তা স্পষ্ট নয়।
তিনি বলেন, কর্মকর্তাদের কাছে একাধিক ফোন আসে। যারা বলতে থাকেন যে শহরের একটি রাস্তায় এক ব্যক্তি প্রকাশ্যে গুলি চালাচ্ছেন।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ওই কিশোর একাই এই হামলা চালিয়েছেন। তবে নিহত ওই তিনজনের পরিচয় এবং তাদের হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ক্রাম বলেন, ‘আমরা এখনো কারণ খোঁজার চেষ্টা করছি যে কেন এই হামলাকারী এই শহরে এসেছিলেন।’
উম্মাহ২৪ডটকম: এসএ